পাহাড়ি ঢলে প্লাবিত আনোয়ারপুর-সুনামগঞ্জ সড়ক
- আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 551
তাহিরপুর উপজেলায় গত দুই থেকে তিন দিনের টানা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে নদ-নদী ও হাওরের পানি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।
এতে আনোয়ারপুর থেকে সুনামগঞ্জগামী প্রধান সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে পড়েছে, যার ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে বিশম্ভরপুরের ‘১০০ মিটার’ নামক এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয় গাড়িচালকরা জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামীকাল থেকেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এতে স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিতে পারে।
এদিকে নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় হাওরের আশপাশের কয়েকটি বাঁধ ভেঙে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানির প্রবাহে বসতবাড়ি বা ফসলের ক্ষতি না হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, “যেভাবে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তাতে নিম্নাঞ্চলগুলো খুব দ্রুত পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।”














