সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৭:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 377
সুনামগঞ্জ জেলা পুলিশে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তিনি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ২ জুলাই পুলিশ সুপারের কার্যালয়ে যোগদানের পর নবনিযুক্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন।
রাকিবুল হাসান রাসেল পূর্বে টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩০তম বিসিএস-এর মাধ্যমে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।













