সংবাদ শিরোনাম ::
শিল্প ও পর্যটন খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 53
সুনামগঞ্জ সদর উপজেলার শিল্প ও পর্যটন খাতসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিল্প ও পর্যটন খাতসহ অন্যান্য সম্ভাবনাময় খাতের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।