টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে বাদ পড়ায় ক্ষোভ ও হতাশার ছায়া
উন্নয়নের স্বপ্নে বঞ্চিত নবগঠিত মধ্যনগর উপজেলা

- আপডেট সময় : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / 87
নবগঠিত মধ্যনগর উপজেলার মানুষের উন্নয়নের স্বপ্ন আজ বঞ্চনার কুয়াশায় ঢেকে গেছে। সরকার ঘোষিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পে মধ্যনগর উপজেলার নাম না থাকায় উপজেলাবাসীর মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
আমাদের এলাকায়ও এই সুযোগ হওয়া দরকার, বললেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। “আমরা পিছিয়ে থাকব কেন? আমাদের মতো নতুন উপজেলার মানুষের জীবনেও পরিবর্তন আসুক।” উপজেলার মানুষ আরো বলেন,
“অন্য উপজেলা যেমন পেয়ে যাচ্ছে, আমাদের এলাকাকে কেন বাদ দেওয়া হচ্ছে? আমরা সবাই সমান অংশীদার এই দেশের উন্নয়নে।”
তাদের আশা,
বৈষম্যের ছায়া শেষ হয়ে সবাই পাবে সমান সুযোগ। নবগঠিত উপজেলা হওয়া সত্ত্বেও আমাদের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়।
উন্নয়নের স্বপ্ন জাগাতে এখন সময় এসেছে। মধ্যনগরবাসীর দাবি, যেন অবিলম্বে তাদের নাম অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন করা হয় এবং দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার গ্লানি দূর হয়।