বড় জয়ে টাইগারদের সমতা

- আপডেট সময় : ০৬:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 20
ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল বাজে। মাত্র ৭ রানের মাথায় ফিরে যান দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। তবে এরপর নেতৃত্বের দায়িত্বটা কাঁধে তুলে নেন লিটন দাস। তিনে নেমে তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। এরপর শামীম হোসেনের সঙ্গে যোগ করেন আরও একটি কার্যকরী জুটি।
লিটনের ব্যাটে আসে ৫০ বল খেলে ৭৬ রানের একটি অধিনায়কোচিত ইনিংস, যাতে ছিল ৫টি দৃষ্টিনন্দন ছক্কা। অন্যদিকে, শামীম খেলেন ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস। এই দুজনের দাপটেই নির্ধারিত ২০ ওভারে ব ১৭৭ রানের লড়াকু স্কোর।
জবাবে ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রান আউট হয়ে ফেরেন, শামীমের সরাসরি থ্রোতে। এরপর একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। পাওয়ার প্লের মধ্যেই হারায় ৪টি উইকেট, যা থেকে আর বের হতে পারেনি লঙ্কানরা।
বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন রিশাদ হোসেন। ৩.২ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৩টি মূল্যবান উইকেট। এছাড়া শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন পান ২টি করে উইকেট। সব মিলিয়ে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় মাত্র ১৫.২ ওভারে ৯৪ রানে।
এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ, ফলে শেষ ম্যাচ এখন হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ফাইনাল