মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

- আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / 120
মধ্যনগর উপজেলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার পিপড়াকান্দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা মৃত আজিজ মিয়ার স্ত্রী শামছুন্নাহারসহ ২৫-৩০ জন যাত্রী একটি ছাদযুক্ত নৌকায় করে স্বরসতীপুর থেকে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের কারণে হঠাৎ নৌকাটি উল্টে যায়।
নৌকাডুবির পর বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও শামছুন্নাহার নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।