পুরস্কার ও প্রেরণার আলোয় প্রজ্জ্বলিত শান্তিগঞ্জের শিক্ষা সম্মিলন

- আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 102
শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখা শিক্ষক ও শিক্ষার্থীদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান উপলক্ষে ব্যতিক্রমধর্মী প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫।
বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে প্রাণ সঞ্চার করেছে। বুধবার(২৩ জুলাই) দুপুর ৩ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
সঞ্চালনায় ছিলেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী ও ঈশাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাপারা প্রীতম।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন, সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ
তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
মোহন লাল দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
সেলিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাগত বক্তব্য দেন।
অন্যান্য বক্তারা ছিলেন: আহসান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা চৌধুরী রোজি, প্রধান শিক্ষক, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষকদের পক্ষে)
জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি আদিব হোসেন ও ইভা আক্তার, শিক্ষার্থী প্রতিনিধি অনুষ্ঠানে উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক হৃদয়গ্রাহী পরিবেশে সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট,সনদ ও পুরস্কার গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষা শুধু পাঠদান নয়, এটি মূল্যবোধ, অনুপ্রেরণা এবং জাতি গঠনের ভিত্তি। এ সম্মিলন শিক্ষকদের উৎসাহিত করবে এবং শিক্ষার্থীদের সামনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।