দারুলহুদা দাখিল মাদরাসায় ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 55
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবানগর ইউনিয়নের অবস্থিত দারুলহুদা দাখিল মাদরাসা ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান বদরল কাদির শিহাব।
মাদরাসা সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ আব্দুল ছাত্তার, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মতিউর রহমান, হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তফাজ্জুল হক, বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান প্রমখু।
এসময় মাদরাসার সহসুপার মাওলানা মোঃ লুৎফুর রহমান, পরিচালনা কমিটির সদস্য হাফেজ মহিউদ্দিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।