সুনামগঞ্জে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

- আপডেট সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 135
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী।
জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদদীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, সাবেক সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট মোঃ আবুল বাশার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যারা উত্তীর্ণ হয়েছেন বা জিপিএ-৫ পেয়েছেন তাদের জন্য অভিনন্দন। কিন্তু যারা এখনো কাঙ্ক্ষিত ফলাফল পাননি, হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকের পথ আলাদা, তবে প্রতিটি পথেই আছে সম্ভাবনার দরজা। সাফল্য মানেই শুধু জিপিএ-৫ নয়, বরং প্রতিনিয়ত নিজের চেষ্টাকে ধরে রাখা, সামনে এগিয়ে যাওয়া। এছাড়াও দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে পারলেই এই সফলতা কাজে আসবে।’
অনুষ্ঠানে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশ নেন। প্রত্যেককে অভিনন্দন পত্র, শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।