পৃথিবীকে গড়তে ভাই,সংস্কৃতিবান মানুষ চাই
জুলাই শহীদ স্মরণে সিলেট ফুলকুঁড়ি আসরের নানা আয়োজন

- আপডেট সময় : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 38
“পৃথিবীকে গড়তে ভাই,সংস্কৃতিবান মানুষ চাই”- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, সিলেট মহানগরীর উপশহর অঞ্চল কর্তৃক জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বর্ণাঢ্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটিতে কবিতা আবৃত্তি,দেশাত্নবোধকগান চিত্রাঙ্কন (দুটি বিভাগে) ও জুলাই স্মৃতিলিখন সহ পাঁচটি বিভাগে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপশহর অঞ্চল পরিচালক মুজাহিদুল হক জাবের-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক মু. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার কামরুল আলম,ফুলকুঁড়ি আসর কেন্দ্রীয় কর্মিপরিষদের সদস্য ও সিলেট মহানগরীর পরিচালক আলী ফারহান আহমদ,শাখার প্রাক্তন সহকারী পরিচালক আবিদ সালমান,শাখা সহকারী পরিচালক জুনাইদ আহমদ ও শাখা কর্মিপরিষদবৃন্দ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ৫টি বিভাগে মোট ৪৩জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। অঞ্চল সংগঠকদের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়