ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তকরণের দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 44
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্বে ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তকরণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন তারা।

বৈঠক শেষে অধ্যাপক মজিবুর রহমান বলেন,  শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায়  এক ঘণ্টা বৈঠক করেছি, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমাদের প্রথম দাবি ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ। কারণ, জাতি গঠনের মেরুদণ্ড যদি শিক্ষা হয়, তবে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষকরা। শিক্ষকরা যদি দুর্বল থাকেন, তাহলে জাতিও গঠিত হতে পারে না।

তিনি বলেন, আমাদের দ্বিতীয় দাবি  নন-এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা।  বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে যেসব শিক্ষক বঞ্চিত হয়েছেন, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। অবসরে যাওয়া শিক্ষকদের অবসর ভাতাও দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবি জানানো হয় বৈঠকে।

এছাড়াও, সিলেবাস প্রণয়নের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়, যেখানে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিলেবাস প্রণয়নের আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা  বিষয়টি মন দিয়ে শুনেছেন এবং আগামীতে দেখবেন বলে জানিয়েছেন। আমরা আশাবাদী, আমাদের এই কথার মাধ্যমে গোটা দেশ ও জাতির প্রতিফলন হবে। আগামী দিনের বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামিকরণের মাধ্যমে যাতে দেশে ঈমান আকিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। সৎ এবং আলোকিত মানুষ গড়ার যে শিক্ষা ব্যবস্থা এ ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বলেছি। তারা দেখবেন বলে কথা দিয়েছেন। সুবিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তকরণের দাবি জামায়াতের

আপডেট সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্বে ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তকরণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন তারা।

বৈঠক শেষে অধ্যাপক মজিবুর রহমান বলেন,  শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায়  এক ঘণ্টা বৈঠক করেছি, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমাদের প্রথম দাবি ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ। কারণ, জাতি গঠনের মেরুদণ্ড যদি শিক্ষা হয়, তবে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষকরা। শিক্ষকরা যদি দুর্বল থাকেন, তাহলে জাতিও গঠিত হতে পারে না।

তিনি বলেন, আমাদের দ্বিতীয় দাবি  নন-এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা।  বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে যেসব শিক্ষক বঞ্চিত হয়েছেন, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। অবসরে যাওয়া শিক্ষকদের অবসর ভাতাও দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবি জানানো হয় বৈঠকে।

এছাড়াও, সিলেবাস প্রণয়নের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়, যেখানে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিলেবাস প্রণয়নের আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা  বিষয়টি মন দিয়ে শুনেছেন এবং আগামীতে দেখবেন বলে জানিয়েছেন। আমরা আশাবাদী, আমাদের এই কথার মাধ্যমে গোটা দেশ ও জাতির প্রতিফলন হবে। আগামী দিনের বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামিকরণের মাধ্যমে যাতে দেশে ঈমান আকিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। সৎ এবং আলোকিত মানুষ গড়ার যে শিক্ষা ব্যবস্থা এ ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বলেছি। তারা দেখবেন বলে কথা দিয়েছেন। সুবিবেচনা করা হবে।