দিরাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধবের ডিলার নিয়োগ

- আপডেট সময় : ০৯:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 47
দিরাইয়ে পুরোনো রীতি ভেঙে প্রথমবার উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ দেয়া হয়েছে। অতীতে রাজনৈতিক তদবিরে ডিলার নিয়োগের রীতি থাকলেও প্রথা ভেঙে লটারিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আবেদনকারীরা।
গতকাল (৬ আগস্ট) বিকালে উপজেলার গণমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকারের সভাপতিত্বে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে আবেদনকারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। লটারিতে বিভিন্ন ইউনিয়নের আবেদনকারী ১২৫ জনের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। এ থেকে ১৮ জন ডিলার ঢ়‚ড়ান্ত হয়।
ইউএনও সনজীব সরকার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি সরকার ঘোষিত একটি কল্যাণমূলক উদ্যোগ। ডিলার নিয়োগে কোন অনিয়ম বা পক্ষপাতের সুযোগ যাতে না হয়, সেজন্য উন্মুক্ত লটারির মাধ্যমে আজকের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এ সময় নিয়োগপ্রাপ্ত ডিলারদের দ্রুতই দায়িত্বভার বুঝে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চাল সরবরাহ করা হয়।