১৪ লাখ টাকার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ

- আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 57
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে আবারও সাফল্য অর্জন করেছে।
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে বাঙালভিটা বিওপির সদস্যরা।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ আগস্ট সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে ২,১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,
“উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”
জব্দকৃত কাপড় শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।