সংবাদ শিরোনাম ::
ছাতকে বিদেশি রিভলভার উদ্ধার

পাপলু মিয়া, ছাতক প্রতিনিধি :
- আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 161
ছাতক উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে যৌথবাহিনীর একটি টিম অভিযান চালায়।
এ সময় মো. ওয়ারিদ আলীর পুত্র আব্দুল মজিদ (৩৩)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাড়ির রান্নাঘরের সামনে ইটের স্তূপের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এটি সেখানে রেখেছে, তা নিয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, “উদ্ধারকৃত অস্ত্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।