ছাতকে ইউএনও ওসি’র সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময় : ১১:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 56
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তরিকুল ইসলাম ও ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং রাত ৯ টা অফিসার ইনচার্জ কার্যালয় শফিকুল ইসলাম খানের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাসের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, ব্যবসায়ী রবীন্দ্র কুমার দাস, মনজিত ঘোষ, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিবুর রহমান মুহিব,৯ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির, মানিক আচার্য্য, রতন নাগ, পিংকু দাস, সমিরন দাস, তূর্য রায় প্রমুখ।
সাক্ষাৎকালে ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। মফস্বলে পারস্পরিক যোগাযোগ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা টেকসই করতে সমাজের প্রতিটি স্তরে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহনশীলতা বজায় রাখা প্রয়োজন। এ সময় ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন আমাদের পক্ষ থেকে আইনানুক যতটুকু সহযোগিতা করে প্রয়োজন সব আমরা করব।