খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে

- আপডেট সময় : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 294
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ বলেন,জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য।কিন্তু আমরা দেখলাম সংস্কারের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো সাধিত হয়নি।জুলাই জাতীয় সনদ-২০২৫ এখনো ঘোষণা হয়নি।
অথচ খুনী ফ্যাসীবাদী হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা সময়ের দাবী।
তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা করে তা কার্যকর করতে আইনী ভিত্তি প্রদান করতে হবে এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
সকল প্রাথমিক বিদ্যালয়ে গান-নাচের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন বাতিল করে দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর ভূমিকা রাখতে হবে।
আমরা অবিলম্বে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, বিচার কার্যক্রম দৃশ্যমান, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আজ বাদ জুমআ সুনামগঞ্জ জামতলা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য পেশ করেন।
উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৬ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন,সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম,আখতার হুসাইন আতিক।
সুনামগঞ্জ জেলা সহ সাধারণ মাওলানা বুরহান উদ্দিনের সঞ্চালণায় অনুষ্ঠিত উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ,অফিস সম্পাদক ও সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা আলী খান,জেলা সহ অফিস সম্পাদক মাওলানা আতাউল হক,শ্রম বিষয়ক সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমান,জেলা নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম,ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শাহ কামাল সাজু,খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ,বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান,ছাত্র মজলিসের মোঃ আলী আজমান,খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফারুকী,সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউর রহমান প্রমূখ।