ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন হাওরাঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন  করা হবে-   তোফায়েল আহমদ খান তাহিরপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প অবহিতকরণ সভা সম্পন্ন সুনামগঞ্জে নতুন সিম কেনার সময় অভিনব প্রতারণার ফাঁদ, সতর্ক থাকুন তাহিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব:: দোয়ারাবাজারে মাও. সালাম মাদানি পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজের আড্ডাখানা হবে : পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস ২৫ পালিত

মধ্যনগরে বিএনপি নেতা ও যুবদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ

আসরাফ উদ্দিন হিল্লোল
  • আপডেট সময় : ১০:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 95
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দিঘর রূপেশ্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও জেলেদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির তিন নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজারে স্থানীয় নারী পুরুষ তিন শতাধিক এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রূপেশ্বর বিলের ইজারাদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বিএনপি সদস্য কামাল হোসেন ও যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল স্থানীয় জেলেদের উপর অত্যাচার চালাচ্ছেন। তাদের শাস্তি ও ইজারাদারদের অত্যাচার বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রূপেশ্বর বিলের ইজারাদার ও জেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) এ বিরোধ সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় জেলেদের অভিযোগ, খাওয়ার জন্য মাছ ধরতে গেলে ইজারাদারের লোকজন তাদের জাল ছিনিয়ে নেয় এবং মারধর করে। এর প্রতিবাদে জেলে ও কৃষকরা বিক্ষোভে নামে।

অন্যদিকে, ইজারাদারপক্ষ অভিযোগ করে, সংঘবদ্ধ কয়েকজন জেলে বিলের মাঝখানে মাছ ধরতে গেলে পাহারাদাররা বাধা দেয়। পরে তারা ইজারাদারের অফিসে হামলা চালিয়ে পাহারাদার নিজাম উদ্দিনকে মারধর করে, ভাঙচুর চালায়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নতুন করে তিনজন জেলে গ্রেপ্তারের পরপরই বাজারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষুব্ধ জনতা বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন ও যুবদল আহ্বায়ক গোলাম সাইফুলের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন বলেন,
“বিএনপির সাথে স্থানীয় জনগণের বিরোধ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি এখনই শুনলাম, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মধ্যনগরে বিএনপি নেতা ও যুবদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ

আপডেট সময় : ১০:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দিঘর রূপেশ্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও জেলেদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির তিন নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজারে স্থানীয় নারী পুরুষ তিন শতাধিক এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রূপেশ্বর বিলের ইজারাদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বিএনপি সদস্য কামাল হোসেন ও যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল স্থানীয় জেলেদের উপর অত্যাচার চালাচ্ছেন। তাদের শাস্তি ও ইজারাদারদের অত্যাচার বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রূপেশ্বর বিলের ইজারাদার ও জেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) এ বিরোধ সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় জেলেদের অভিযোগ, খাওয়ার জন্য মাছ ধরতে গেলে ইজারাদারের লোকজন তাদের জাল ছিনিয়ে নেয় এবং মারধর করে। এর প্রতিবাদে জেলে ও কৃষকরা বিক্ষোভে নামে।

অন্যদিকে, ইজারাদারপক্ষ অভিযোগ করে, সংঘবদ্ধ কয়েকজন জেলে বিলের মাঝখানে মাছ ধরতে গেলে পাহারাদাররা বাধা দেয়। পরে তারা ইজারাদারের অফিসে হামলা চালিয়ে পাহারাদার নিজাম উদ্দিনকে মারধর করে, ভাঙচুর চালায়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নতুন করে তিনজন জেলে গ্রেপ্তারের পরপরই বাজারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষুব্ধ জনতা বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন ও যুবদল আহ্বায়ক গোলাম সাইফুলের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন বলেন,
“বিএনপির সাথে স্থানীয় জনগণের বিরোধ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি এখনই শুনলাম, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।