জগন্নাথপুরে যুক্তরাজ্যের সুইন্ডন শাখা বিএনপির সাবেক সভাপতি এম এ কাহারকে বর্ণাঢ্য সংবর্ধনা

- আপডেট সময় : ০৭:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 84
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্যের সুইন্ডন শাখা বিএনপির সাবেক সভাপতি ও জগন্নাথপুরের কৃতি সন্তান এম এ কাহারকে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা এম এ কয়েসের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এম এ কাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন, এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আশফাক শামী। বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন –
“সুনামগঞ্জ-৩ আসন শুধু একটি আসন নয়, এটি জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আজকের এই সংবর্ধনা প্রমাণ করে, দেশ-বিদেশে অবস্থানরত নেতৃবৃন্দের প্রতি মানুষের আস্থা কতটা গভীর। এম এ কাহার প্রবাস থেকে দেশের জন্য যে অবদান রেখে চলেছেন, তা অবশ্যই প্রশংসনীয়। আমি নিজেও এই আসনে প্রার্থী, তবে আমার বিশ্বাস—নির্বাচন শুধু ব্যক্তির নয়, এটি আমাদের যৌথ সংগ্রাম। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশকে জনগণের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। কে প্রার্থী হবেন সেটা দলের সিদ্ধান্ত, কিন্তু জনগণের আন্দোলনে প্রত্যেকের অবদানই সমান গুরুত্বপূর্ণ।”
এছাড়া আরো বক্তব্য রাখেন—
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গুলজার হোসেন
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু,সাংবাদিক শাহজাহান মিয়া,
শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ,জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুল ওয়াহাব,
জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন,জেলা যুবদল নেতা মোফাসির আহমদ রিয়াদ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজা,শামীনুর রহমান,তাজুল জিম্মাদার,পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম,যুবদল নেতা সোহেল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে যুবদল নেতা রাশেদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেদ আহমদ।
সংবর্ধনা সভায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।