টাকা কামানোর জন্য এমপি হতে চাই না : মাহবুবুর রহমান

- আপডেট সময় : ০৯:৫১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 81
সুনামগঞ্জ ১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের পথসভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত পথসভায় আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মিছিলে মিছিলে লোকজন সমবেত হয়, পথসভা থেকে জনসভায় রুপান্তর হয়।
এসময় মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন-
আমি এমপি হলে আপনাদের মনের মতো চলবো,আমার কোনো নিজের ইচ্ছা নাই,আমার নিজেস্ব কোনো ব্যক্তি নাই, আমি জনগনের জন্য কাজ করি, জনগনের অধিকার আদায়ের জন্য কাজ করি,আমার কোনো চাহিদা নাই, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন যা কোনোদিন আমি শেষ করতে পারবো না। আমি টাকা কামানোর জন্য এমপি হতে চাই না। আমি এমপি হতে এমপি হতে চাই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য,আমি এমপি হতে চাই সুনামগঞ্জ ১ আসন তথা হাওর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।
তাঁর বক্তব্যের এক পর্যায়ে ভারাক্রান্ত মন নিয়ে বলেন – যারা আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন তাদের জন্য বলে রাখতে চাই, আমি মাহবুবুর রহমান হঠাৎ করে উঠে আসা লোক নই আমি দীর্ঘপথ পাড়ি দিয়ে আজকের মাহবুবুর রহমান হয়ে উঠেছি। ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশের টিয়ারগ্যাসে আমার একটি কান আক্রান্ত হয় যার ফলে দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম।
তিনি আরও বলেন, যারা পিআর পদ্ধতি চান তারা মুলত নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছেন, পিআর পদ্ধতি হলো ভোট দিবেন তাহিরপুর, ভোট যাবে রাঙ্গামাটি এরকম পিআর পদ্ধতি জনগন চায় না।
এসময় আরো উপস্থিত ছিলেন- বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মাহবুব মল্লিক,তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম,বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাসেম,বড়দল উত্তর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রহুল আমিন,বাদাঘাট যুবদলের সভাপতি সুমন আহমদ প্রমুখ।