নির্বাচনী এলাকায় প্রতিবাদ মিছিল, ব্যাখ্যা দিয়ে চিঠি প্রকাশ
পূজা মণ্ডপে বক্তব্য ঘিরে বিতর্কে জামায়াত প্রার্থী এডভোকেট শিশির মনির

- আপডেট সময় : ০১:০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 71
আমার সুনামগঞ্জ ডেস্ক:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে দেওয়া এক বক্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েছেন। রোজা ও পূজার প্রসঙ্গসহ কিছু মন্তব্য স্থানীয়ভাবে বিতর্কের জন্ম দিলে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।
এ পরিস্থিতিতে সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) তিনি নিজস্ব লেটারহেডে একটি লিখিত বিবৃতি দিয়েছেন।
শিশির মনিরের চিঠিতে যা বলা হয়েছে:
চিঠিতে তিনি দিরাই-শাল্লাবাসীর উদ্দেশে লিখেছেন-
প্রিয় দিরাই-শাল্লাবাসী,
“আমি সবসময় মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। আজকে যেসমস্ত সম্মানিত ভাই ও বন্ধুগণ দিরাই বাজারে মিছিলের মাধ্যমে মতপ্রকাশ করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই। আপনাদের মতামতের প্রতি আমি শ্রদ্ধাশীল। আসুন, সকল মতপার্থক্য ভুলে আমাদের জন্মভূমি দিরাই-শাল্লাকে নতুনভাবে গড়ে তুলি। সামাজিক সম্প্রীতি বজায় রাখি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ নিশ্চিত করি।”
চিঠিতে তিনি সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে যে কোনো ভুল বোঝাবুঝি দূর করার আহ্বান জানান।
স্থানীয় প্রতিক্রিয়া
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ শিশির মনিরের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেও তার লিখিত ব্যাখ্যাকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনের আগে এ ধরনের বিতর্ক প্রার্থীর জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।