সুনামগঞ্জে নতুন সিম কেনার সময় অভিনব প্রতারণার ফাঁদ, সতর্ক থাকুন

- আপডেট সময় : ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 135
সুনামগঞ্জ শহরে নতুন সিম কার্ড কিনতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সোমবার (১৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে এমনই এক প্রতারণার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক সচেতন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ভুক্তভোগীর বিবরণ অনুযায়ী, তিনি তার দাদুর জন্য একটি নতুন সিম কিনছিলেন। সিম নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক ছাপ দেওয়ার পর যখন তিনি সিমটি হাতে পান, তখন আশেপাশের কিছু লোক সিমটি মোবাইলে প্রবেশ করিয়ে চালু হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে বলে। তাদের কথামতো তিনি সিমটি মোবাইলে প্রবেশ করান।
এরপরই প্রতারক চক্রের এক সদস্য তার কাছে এসে জানায় যে, সিমটি সক্রিয় করার জন্য মোবাইলে একটি কোড (OTP) পাঠানো হয়েছে এবং সেটি তাকে দিতে হবে। অন্যথায় সিমটি চালু হবে না। কিন্তু মেসেজটি ওপেন করে ওই যুবক দেখতে পান, সেটি কোনো সিম কোম্পানি থেকে আসেনি, বরং একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার জন্য ভেরিফিকেশন কোড।
তৎক্ষণাৎ তিনি বিষয়টি ধরে ফেলেন এবং বুঝতে পারেন যে, তার নতুন নম্বর ব্যবহার করে প্রতারকরা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম ভেরিফাই করার চেষ্টা করছে। তিনি জানান, এর আগেও ৫-৬ মাস আগে তিনি একই ধরনের প্রতারণার শিকার হতে গিয়ে এক প্রতারককে ধরেছিলেন, যে তার নম্বর দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিল।
প্রতারণার কৌশল:
প্রতারকরা মূলত সিম বিক্রির স্থানগুলোতে, বিশেষ করে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এবং বিভিন্ন মোড়ে ওঁৎ পেতে থাকে। তারা নতুন সিম ক্রেতাদের লক্ষ্য করে। বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই তারা ক্রেতাকে সিমটি পরীক্ষা করার কথা বলে মোবাইলে প্রবেশ করাতে উৎসাহিত করে। এরপর কৌশলে মোবাইলে আসা ভেরিফিকেশন কোড চেয়ে নেয় অথবা উঁকি মেরে দেখে নেয়। একবার কোড পেয়ে গেলে তারা সেই নম্বর ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (যেমন: টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ) বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে ফেলে।
ঝুঁকি:
আপনার নম্বর ব্যবহার করে খোলা এই অ্যাকাউন্টগুলো পরবর্তীতে যেকোনো ধরনের অপরাধমূলক বা অনৈতিক কাজে ব্যবহার করা হতে পারে। যেহেতু সিমটি আপনার নামে নিবন্ধন করা, তাই সেই অ্যাকাউন্টের মাধ্যমে সংঘটিত যেকোনো অপরাধের দায় আইনগতভাবে আপনার ওপরই বর্তাবে।
সতর্কতা:
* বাইরের অননুমোদিত স্থান থেকে সিম কেনার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
* সিম কেনার পর বায়োমেট্রিক দিলেই সিম সক্রিয় হয়ে যায়। সক্রিয় করার জন্য অন্য কোনো কোডের প্রয়োজন হয় না।
* যদি কেউ আপনার মোবাইলে আসা কোনো কোড চায়, তাহলে মেসেজটি মনোযোগ দিয়ে পড়ুন। প্রেরকের নাম (Sender ID) যাচাই করুন। যদি সেটি সিম কোম্পানি (যেমন: Grameenphone, Robi, Banglalink) ছাড়া অন্য কোনো উৎস থেকে আসে, তবে সেই কোড কারও সাথে শেয়ার করবেন না।
* আপনার মোবাইলের স্ক্রিনে কাউকে উঁকি মারতে দেবেন না এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখুন।
আপনার নিরাপত্তা আপনার নিজের হাতে। একটু সচেতনতাই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।