হাওরাঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন করা হবে- তোফায়েল আহমদ খান

- আপডেট সময় : ০৪:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 46
“জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও ভালোবাসায় ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষার আলো পৌঁছে দেওয়া হবে” — বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে তাহিরপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোবিন্দশ্রী গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “স্বাস্থ্যসেবা ও শিক্ষা হাওরবাসীর মৌলিক অধিকার। আজও দুর্গম হাওরাঞ্চলে অনেক মানুষ ন্যূনতম চিকিৎসা বা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী যদি জনতার রায়ে ক্ষমতায় আসে, তবে আমাদের প্রথম কাজ হবে হাওরাঞ্চলের প্রতিটি মানুষের চিকিৎসা ও শিক্ষার সেবা নিশ্চিত করা।
উন্নয়নের রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন: হাওর অঞ্চলে আধুনিক হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে, নৌ-এ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমাণ মেডিকেল টিম চালু করা হবে, দুর্গম এলাকায়,প্রত্যন্ত গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হবে, বেকার যুবকদের জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে,কৃষি ও মৎস্য খাতকে কেন্দ্র করে হাওরের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
উঠান বৈঠকে তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলামের সভাপতিত্বে, ও সালাতুল্লা আখঞ্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: জেলা সেক্রেটারি অধ্যাপক মু আব্দুল্লাহ, জেলা অফিস সম্পাদক নুরুল ইসলাম, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন,কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ, অর্থ সম্পাদক মাওলানা শাহজাহান আলী, যুব বিভাগের সেক্রেটারি তৌহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের অবহেলিত জীবনযাত্রা পাল্টাতে হলে এমন নেতৃত্ব দরকার, যারা জনগণের সমস্যা হৃদয় থেকে বোঝে এবং কাজ করতে চায় সৎভাবে।
তৃণমূলের এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে জামায়াত নেতারা হাওরবাসীর দুঃখ-কষ্টের কথা সরাসরি শুনছেন এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরছেন বলে জানিয়েছেন।