সুনামগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপির পথসভা জনসভায় পরিণত

- আপডেট সময় : ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 47
সুনামগঞ্জ ১ আসনের জামায়াতেইসলামীর ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলামা তোফায়েল আহমদ খানের পথসভা মানুষেমানুষের ভালবাসায় জনসভায় পরিণত হয়েছে।
১৭(অক্টোবর) শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকার সময় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া বাজারে সুনামগঞ্জে ১ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বড়ছড়া বাজারের জনসভায় সভাপতিত্ব করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বণিক সমিতির সভাপতি হাজী আব্দুল আহাদ ও সঞ্চালনা করেন তাহিরপুর উপজেলার কর্ম ও শুরার অন্যতম সদস্য ডাক্তার আব্দুল হাকিম ।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর,
সুনামগঞ্জ ১ আসনের জননন্দিত নেতা জনদরদী বিশিষ্ট শিক্ষাবীদ অন্যায় ও চাঁদাবাজের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ভাটি বাংলার আলোকবর্তিকা উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার আই বি ডব্লিউ এফ এর সভাপতি হাজী ফরিদ উদ্দিন, সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার, তাহিরপুর উপজেলার কর্ম ও সূরা সদস্য মোঃ শফিকুল ইসলাম, সালেহ আহমদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাওলানা মোস্তফা কামাল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন আপনারা জামাতে ইসলামীর সাথে একাত্মভাবে কাজ করেন তাহলে ভাটি বাংলা অবহেলিত জনপদ, চিকিৎসা সেবা, শিক্ষা ব্যবস্থায় আমরা উন্নয়ন করতে পারবো।
জামায়াতে ইসলামী সৎ দক্ষ ও খোদাভীরু, জবাবদিহিমূলক ব্যক্তিকে সংসদে পাঠানোর মাধ্যমে এদেশ থেকে দুর্নীতি প্রতিহত করা সম্ভব। আপনারা দেখেছেন যুগের পরে যোগ বাংলাদেশ জামায়ত ইসলামী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ; একজন সেবক হিসাবে প্রভু হিসেবে নয়।