সুনামগঞ্জ শিবিরের দারসুল কুরআন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 170
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ধর্মীয় আলোচনায় কুরআনের গুরুত্ব ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে। সুনামগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ দারসুল কুরআন অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল উৎসাহব্যঞ্জক পরিবেশ।
জেলা শিবির সভাপতি মেহেদি হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুরআনের দারস পেশ করেন আল হেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, পবিত্র কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানবজীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিকনির্দেশনা। একে ভালোভাবে বুঝে জীবন পরিচালনা করলে ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান তোহা এবং সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা সভাপতি রাসেদুল হক জিসান।
বক্তারা কুরআনের আলোকে আদর্শ জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্রসমাজকে কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।