হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন – তোফায়েল আহমদ খান
- আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 51
সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমীর ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর- মধ্যনগর- ধর্মপাশা-জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, সুনামগঞ্জ-১ আসন প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই অপার সম্পদগুলোর সঠিক ও সুষ্ঠু ব্যবহার করতে পারলে এলাকার মানুষের উন্নয়ন এবং জীবনমানের আমূল পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, কিছু কুচক্রী মহল ও সিন্ডিকেট প্রাকৃতিক সম্পদ ভোগের মাধ্যমে সাধারণ জনগণকে বঞ্চিত করছে। এ অবস্থার পরিবর্তনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রমিকদের অধিকার বিষয়ে তিনি বলেন, সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। অবৈধ পাড় কাটা ও ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করে সনাতন পদ্ধতিই চালু রাখতে হবে, যাতে শ্রমিকদের জীবিকা টিকে থাকে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালিজুরি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বালিজুরি ইউনিয়ন শ্রমিক কল্যাণ সেক্রেটারি পারবেজ মোশাররফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিলশাদ মিয়া, সেক্রেটারি মোসলেম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের আমীর সফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ এবং বালিজুরি ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ যেমন হাওর, বালু ও পাথর এসব সম্পদের ন্যায্য ব্যবহার ও সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সুনামগঞ্জ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূর করা সম্ভব।
অনুষ্ঠান শেষে স্থানীয় শ্রমিক ও সাধারণ জনগণের সঙ্গে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান গণসংযোগ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।

















