বালু লুট,অনিয়ম দূর্নীতি বন্ধে এনসিপির মানববন্ধন
- আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 12
যেখানেই অনিয়ম, দুর্নীতি ও লুটপাট দেখা যাবে, সেখানেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন এনসিপির সুনামগঞ্জ জেলা সহ-সমন্বয়ক আবু সালেহ মু নাসিম।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানববন্ধনটি আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখা।
তিনি বলেন, সুনামগঞ্জে লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের একটি কোম্পানির মাধ্যমে বালু লুটের চেষ্টা চলছে। জেলার বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। আমরা এসব অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।
তিনি আরও দাবি জানান, সাধারণ শ্রমিকদের অধিকার সুরক্ষা, সুনামগঞ্জ–সিলেট সড়ক চার লেনে উন্নীতকরণ, এবং জেলা সদর হাসপাতালে চলমান অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জেলা সদস্য মেহেদী হাসান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,ছাত্রশক্তির আহ্বায়ক এন.ডি. উসমান গনি, ছাত্রশক্তির সিনিয়র আহ্বায়ক সায়মন আহমদ, ছাত্রশক্তির সদস্য সচিব রেদুয়ানুল হক নিহাল , দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব আজিজ আহমদ, শিহাব, এলডিপির সদস্য সচিব শহিদুল হক, জামালগঞ্জ উপজেলা সদস্য সচিব মাসুম আল হাসান,বিশ্বম্ভরপুর উপজেলা সদস্য সচিব মোবারক হোসেন,এনসিপির সদস্য জহুর আলী প্রমুখ।
বক্তারা অবৈধ বালু উত্তোলন ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাধারণ জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।


















