নাশকতার মামলায় ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 355
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (রাত সাড়ে ৮টার দিকে) উপজেলার ধানকুনিয়া জলমহাল এলাকার একটি খলাঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়।
দেলোয়ার হোসেন উপজেলার নুরপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি শূন্য থেকে শুরু করে এলাকায় অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হন। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা, এমনকি এলাকায় সক্রিয় গরুচোর চক্রের সঙ্গে আঁতাত করে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর শুক্রবার সকালে দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












