ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল
- আপডেট সময় : ০৩:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 12
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বাংলাদেশ জামায়াতে ইমলামীর দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গোবিন্দনগর ফাযিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর ছাতক পৌর শহরে ও গোবিন্দগঞ্জে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়। একই সময়ে পৃথক মিছিলে সংগঠনের জেলা, উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাতক পৌরশহরে সংসদ সদস্য পদপ্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর নেতৃত্বে প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক উপজেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হেলাল উদ্দিন,ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, শিবির নেতা আফজাল হোসাইন, তাজুল ইসলাম প্রমুখ।
এদিকে, গোবিন্দগঞ্জে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আবদুল কুদ্দুছ, উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ আকবর আলী ছাতক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল আউয়ালসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্থরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মানুষ পরিবর্তন চায়। এ জন্য প্রবীন আলেমেদ্বীন মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুল সালাম আল মাদানীকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকল ভোটারের প্রতি আহবান জানানো হয়।












