প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মধ্যনগরের বিএনপি নেতা মো: মাইনুদ্দিন

- আপডেট সময় : ০৮:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 228
গত ৩০ জুন একটি জাতীয় দৈনিকের অনলাইন পোর্টালে “শাইখপুরার বিএনপি-প্রশিক্ষিত চক্রের উদ্ভট নির্বাচন প্রস্তুতি শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানিপুর গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা মোঃ মাইনুদ্দিন।
প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “আমার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট এক অপপ্রচারমূলক প্রচেষ্টা। তিনি আরও বলেন, “বিএনপির দুঃসময়ে আমি নেতাকর্মীদের পাশে থেকে আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। আওয়ামী লীগের দোসর এবং আমার দলের কিছু প্রতিপক্ষ আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এবং বিভ্রান্তি ছড়াতে উদ্দেশ্যমূলক ভাবে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে।”
মাইনুদ্দিন জানান, আমি বিগত দক্ষিণ বংশীকুন্দ্রা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন বি এন পির সদস্য ফর্ম সংগ্রহ করে উপজেলা বি এন পির কাছে সিভি জমা দিয়েছি। তিনি আরো বলেন আমার নাম ও পরিচয় বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তিনি দাবি করেন, “এ ধরনের উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের আগে সঠিকভাবে তথ্য যাচাই করা উচিত ছিল।