তাহিরপুরে জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন

- আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 155
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করতে ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শাখা।
রবিবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর বড়দল ও বাদাঘাট ইউনিয়নের কেন্দ্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ রুকন উদ্দিন। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন ও সহকারী সেক্রেটারি মু. আনোয়ার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, “ভোট একটি পবিত্র আমানত। এই আমানতের হেফাজতে দায়িত্বশীল প্রতিনিধি ও ত্যাগী কর্মীদের প্রয়োজন। আমাদের নেতা-কর্মীদেরকে দেশ ও জাতির স্বার্থে জনতার আস্থাভাজন হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভোট কেন্দ্রভিত্তিক সংগঠন ও সমন্বয় কাঠামো জোরদার করতে হবে। সম্মেলনে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক প্রতিবেদন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কেন্দ্র প্রতিনিধিদের দায়িত্ব বণ্টন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল ২টায়, যেখানে সদর ইউনিয়ন, বালিজুরি, দক্ষিণ বড়দল ও বাদাঘাট ইউনিয়নের একাংশের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. দিলশাদ মিয়া, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, জেলা আইজিডব্লিউএফ সভাপতি মু. ফরিদ উদ্দিন, জেলা বারের আইনজীবী অ্যাড. মহসিন রেজা মানিক, আইডিয়াল ভিশন কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ প্রমুখ।
দুটি পর্বে অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের সহস্রাধিক মাঠপর্যায়ের কর্মীদের মাঝে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা দেখা গেছে।