এসএসসি’তে বিজ্ঞান বিভাগে বোর্ডে প্রথম তাহিরপুরের সূর্য

- আপডেট সময় : ০৩:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 46
তাহিরপুরের সন্তান দিব্যজ্যোতি গোস্বামী সূর্য ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে সিলেট বোর্ডে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।
সূর্য বর্তমানে সিলেট নগরীর মিয়া ফাজিল চিস্ত এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে। তার পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা গ্রামে।
স্কলার্সহোম, শাহী ঈদগাহ ক্যাম্পাসের এই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৭ নম্বর পেয়ে বোর্ডসেরা হয়ে এক অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
তার এই সাফল্যে গর্বিত পরিবার, বিদ্যালয় এবং এলাকা। পিতা জ্যোতিলাল গোস্বামী ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সিলেট উপশহর শাখায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। সূর্যের মা একজন প্রাক্তন শিক্ষিকা, যিনি ছেলের শিক্ষাজীবনে নিরলস অবদান রেখেছেন।
দিব্যজ্যোতির স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হওয়া। সে ভবিষ্যতে মহাকাশবিষয়ক গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে চায়।
পুত্রের কৃতিত্বে আবেগাপ্লুত পিতা জ্যোতিলাল গোস্বামী বলেন, “ছেলের এই অর্জন আমাদের জন্য এক পরম গর্বের। সকলের দোয়া চাই, যেন সে তার স্বপ্নপূরণে এগিয়ে যেতে পারে।”
সূর্যের এই কৃতিত্ব কেবল একটি পরিবারের নয়—তা তাহিরপুর, সুনামগঞ্জ এবং হাওরাঞ্চলের জন্য গৌরবের। তার সাফল্য প্রমাণ করে, মেধা ও সঠিক পথনির্দেশনায় প্রতিটি স্বপ্নই বাস্তবের মুখ দেখতে পারে।