যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনের সময় আটক ২

- আপডেট সময় : ০৪:০০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 33
তাহিরপুরে যাদুকাটা নদী থেকে ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযানে তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বড় নৌকা ও বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়।
১৩ জুলাই ২০২৫ তারিখ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশের একটি মোবাইল টিম গড়েরঘাট (ফাজিলপুর) এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ শরীফুল ইসলাম। তাকে সহায়তা করেন কনস্টেবল উদয় চন্দ্র সরকার, ইকবাল হোসেন ও বাপ্পী হাসান।
অভিযানে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—
১) আব্দুল কাদের (৪০), পিতা মৃত নূর ইসলাম, গ্রাম: কোনাটছড়া,
২) মোঃ আলী হোসেন (২৯), পিতা মোঃ আলা উদ্দিন, গ্রাম: সোহালা।
উভয়ের বাড়ি তাহিরপুর থানাধীন এলাকায়।
আটককৃতদের কাছ থেকে আনুমানিক ১৫০০ ঘনফুট ধারণক্ষমতার একটি ইঞ্জিনচালিত বড় নৌকা জব্দ করা হয়েছে, যার রং সবুজ, কালো ও আকাশি এবং গঠনে স্টিল বডি রয়েছে। এ নৌকার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা। এছাড়া নৌকায় পাওয়া যায় প্রায় ৪০০ ঘনফুট অবৈধ বালু, যার বাজারমূল্য আনুমানিক ১৬ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ১০ লক্ষ ১৬ হাজার টাকা।
আটকদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইজারাবহির্ভূতভাবে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তাদের এসব কর্মকাণ্ডে নদীভাঙন, পরিবেশ বিপর্যয় ও নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।