বালিজুড়ী স্কুলে নিয়মবহির্ভূত প্রধান শিক্ষক নিয়োগের পাঁয়তারা

- আপডেট সময় : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 115
তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বিদ্যমান অ্যাডহক কমিটি নিয়মবহির্ভূতভাবে বাইরের এক বিতর্কিত প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে রেজুলেশন করেছে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সংশ্লিষ্ট আইনের পরিষ্কার নির্দেশনা রয়েছে অ্যাডহক কমিটি চুক্তিভিত্তিক বা স্থায়ী কোনো ধরনের শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারে না। এমনকি সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও এ ধরনের নিয়োগে নিষেধাজ্ঞা রয়েছে।
তবুও অভিযোগ রয়েছে, কমিটির সভাপতি একতরফাভাবে রেজুলেশন তৈরি করেছেন। বিষয়টি অধিকাংশ কমিটি সদস্য, শিক্ষক ও অভিভাবকদের অগোচরে করা হয়েছে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অভিভাবক জানান, বর্তমান অ্যাডহক কমিটি গঠনের পর থেকেই বিভিন্ন বিষয়ে স্বেচ্ছাচারিতা চলছে। তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের স্বার্থ উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় ও ব্যক্তিস্বার্থে এই নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য পারভেজ মোশাররফ বলেন, “আমরাও চাই স্কুলে একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ হোক। তবে সেটা যেন সরকারি নিয়ম অনুসরণ করে হয়। এই অ্যাডহক কমিটি যে রেজুলেশন করেছে তা সম্পূর্ণ বেআইনি।
এ বিষয়ে অ্যাডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, “মন্ত্রণালয় থেকে অনুমোদন আনতে হলে একটি রেজুলেশন প্রয়োজন। আমি সেই রেজুলেশন করেছি। তবে আইনের পরিপন্থী কিছু করিনি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “অ্যাডহক কমিটির চুক্তিভিত্তিক কোনো নিয়োগ অনুমোদিত নয়। যদি এমন অভিযোগ পাওয়া যায়, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন অভিভাবকমহল বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় ও নিয়মভিত্তিক নিয়োগ নিশ্চিতে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।