ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 ২ কোটি টাকার ভারতীয় কাপড়সহ নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 55
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে ভোররাতে এক নাটকীয় অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি ও টাস্কফোর্স। শুল্ক ফাঁকি দিয়ে আসা এসব পণ্য নদীপথে পাচার হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৪ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জ সদর উপজেলার সাহেববাড়ি ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সংশ্লিষ্ট টাস্কফোর্স সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি কাঠের নৌকায় করে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়।

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে, ১২৫৮ পিস ভারতীয় শাড়ি,২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়,১৬৯২ মিটার প্যান্টের কাপড়,৫০২ পিস শেরওয়ানির কাপড়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। তাঁর সঙ্গে ছিলেন বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযান শেষে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে নিয়মিত। বিশেষ করে নৌপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জব্দকৃত কাপড়ের চালান আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক বিভাগে হস্তান্তরের কাজ চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

 ২ কোটি টাকার ভারতীয় কাপড়সহ নৌকা জব্দ

আপডেট সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে ভোররাতে এক নাটকীয় অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি ও টাস্কফোর্স। শুল্ক ফাঁকি দিয়ে আসা এসব পণ্য নদীপথে পাচার হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৪ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জ সদর উপজেলার সাহেববাড়ি ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সংশ্লিষ্ট টাস্কফোর্স সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি কাঠের নৌকায় করে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়।

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে, ১২৫৮ পিস ভারতীয় শাড়ি,২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়,১৬৯২ মিটার প্যান্টের কাপড়,৫০২ পিস শেরওয়ানির কাপড়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। তাঁর সঙ্গে ছিলেন বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযান শেষে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে নিয়মিত। বিশেষ করে নৌপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জব্দকৃত কাপড়ের চালান আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক বিভাগে হস্তান্তরের কাজ চলছে বলেও জানান তিনি।