সংবাদ শিরোনাম ::
ছাতকে বিশেষ অভিযানে আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 112
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রশিদ আহমদ (৬৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর (তালুকপাড়া) গ্রামের বাসিন্দা এবং মৃত হাছন আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, রশিদ আহমদ ছাতক থানার একটি মামলার (নং–১৫, Special Powers Act, 1974) তদন্তাধীন আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর রবিবার (৩ আগস্ট) রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, গ্রেফতারকৃতকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।