ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 115
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা খুশী (১৯), শান্তিগঞ্জ উপজেলার স্নেহা চক্রবর্তী (২০) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৭০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আফসানা খুশী ও স্নেহা চক্রবর্তী টেক্সটাইল ইনস্টিটিউট ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে শহরে ফিরছিলেন। পথে বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আফসানা খুশী প্রাণ হারান।

আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক স্নেহা চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট সময় : ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা খুশী (১৯), শান্তিগঞ্জ উপজেলার স্নেহা চক্রবর্তী (২০) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৭০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আফসানা খুশী ও স্নেহা চক্রবর্তী টেক্সটাইল ইনস্টিটিউট ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে শহরে ফিরছিলেন। পথে বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আফসানা খুশী প্রাণ হারান।

আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক স্নেহা চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।