তাহিরপুর উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় : ১০:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 145
ছাত্র জমিয়ত বাংলাদেশ, তাহিরপুর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্ঠান আজ সোমবার (১১ আগস্ট) বাদ যোহর তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা ইয়াহ্ইয়া আহমদ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিহাব বিন জাহাঙ্গীর ও সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমদ সাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক দফতর সম্পাদক মুফতি নাহিদ হাসান আযহারী, তাহিরপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আশরাফুল আলম হাবিবী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ বিন সাজিদ, জেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন এবং সুনামগঞ্জ পৌর ছাত্র জমিয়তের কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।