হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

- আপডেট সময় : ০৩:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 88
চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল ছেড়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন। তবে তার বিশ্রাম প্রয়োজন।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন বলে জানিয়েছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এর কিছু সময় আগে ডা. তাহের সাংবাদিকদের জানান, “আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন।”
তিনি বলেন, “আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাচ্ছি। সেখানে দুই সপ্তাহ রুটিনমাফিক বিশ্রামে থাকবেন। আল্লাহর ইচ্ছায় তিন সপ্তাহ পর দেশের জন্য খেদমতে ফিরতে পারবেন।”
তিনি আরও জানান, অনেক দেশের চিকিৎসার প্রস্তাব থাকলেও আমির নিজ দেশেই চিকিৎসা নিতে আগ্রহী ছিলেন।
তাহের দেশ-বিদেশের হাজারো মানুষের দোয়া, নফল ইবাদত ও রোজার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শহীদ আহমেদ চৌধুরীর মতে, এক মাসের মধ্যে জামায়াত আমির পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট সকালে ইউনাইটেড হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি হয়। বর্তমানে তিনি হাঁটাচলা করছেন এবং দেশবাসীর কাছে পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।