ধর্মপাশায় কনে দেখতে গিয়ে নৌকাডুবি, উকিল ও শিশু কন্যার লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 146
ধর্মপাশা উপজেলায় কনে দেখতে গিয়ে নৌকা ডুবে শামছু মিয়া (৫৫) ও শিশু ইসরাত (৫) নামের দু’জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে মহেশপুর গ্রামের হাওরের মাঝখানে ‘৬০ মিটার’ নামক সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছু মিয়া কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি কনের বিয়ের উকিল হিসেবে ওই নৌকায় যাত্রা করেছিলেন। অপরদিকে নিহত শিশু ইসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার ছোট মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পক্ষের লোকজন নিয়ে একটি নৌকা মহেশপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। হাওরের মাঝখানে পৌঁছে স্রোত ও ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এতে নৌকার মাঝি ও কয়েকজন যাত্রী অন্য একটি যাত্রীবাহী নৌকার সাহায্যে উদ্ধার হলেও শামছু মিয়া ও শিশু ইসরাত পানিতে ডুবে নিখোঁজ হন।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালান। দীর্ঘ খোঁজাখুঁজির পর রোববার সকাল ১১টার দিকে শামছু মিয়ার মরদেহ ও বিকাল ৫টার দিকে শিশু ইসরাতের মরদেহ মাগুরার হাওর থেকে প্রায় ২০০ মিটার দূরত্বে উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার ওসি বলেন, উদ্ধারকৃত মরদেহ দুটি পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।