মহিষখলায় জামায়াতের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 8
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা ওয়ার্ডের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরতে এক সীরাতুন্নবী (সা.) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ সেপ্টেম্বর স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি কামরুল ইসলাম ও ইমরান হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সুনামগঞ্জ জেলা আমীর ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
তোফায়েল আহমদ খান বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। মুসলমানদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের সুন্নাহকে ধারণ করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা দূগিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবুল ফাতাহ মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মু. আব্দুস সাত্তার, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা মাদরাসা ছাত্রকল্যাণ সম্পাদক ক্বারী সুলতান আহমদ, মধ্যনগর উপজেলা শিবিরের সভাপতি জোবায়ের শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর দাওয়াত, চরিত্র, ন্যায়পরায়ণতা ও মানবসেবার আদর্শ তুলে ধরেন এবং সমাজের প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।