সনাতন ধর্মাবলম্বীদের সাথে সুনামগঞ্জ জেলা বিএনপির মতবিনিময়

- আপডেট সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 58
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে মাঠে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ ।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কেউ যাতে সাম্প্রদায়িক অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।
শনিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে জেলা বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেন তিনি।
কলিম উদ্দিন মিলন আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অশুভ চক্রান্তে কেউ যেন সুযোগ নিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীদের একটি করে দায়িত্বপ্রাপ্ত দল থাকবে। প্রতিটি দলে ১৫ জন করে সদস্য থাকবে, যাদের নেতৃত্বে থাকবেন সিনিয়র এক নেতা।
তিনি আরও জানান, পূজার সময় রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপ বরদাশত করা হবে না। বিশেষ করে, বিএনপির সম্ভাব্য কোনো প্রার্থী মন্দিরে শুভেচ্ছা জানাতে গেলে তারা মোটরসাইকেল শোভাযাত্রা করতে পারবে না। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে পায়ে হেঁটে মন্দিরে মন্দিরে শুভেচ্ছা জানাতে হবে।
সভাটি সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার।
সভায় আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক,সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল,অ্যাডভোকেট শেরেনুর আলী,মাসুক আলম,রেজাউল হক প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।