তাহিরপুরে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত
পারস্পরিক সহমর্মিতার মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে শান্তির সমাজ – তোফায়েল আহমদ খান

- আপডেট সময় : ১১:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 235
ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর ন্যায়ের চর্চাই সমাজকে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে নিতে পারে”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।
তিনি বলেন, “বাংলাদেশের মাটি সহাবস্থানের। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই সমান মর্যাদার অধিকারী।
কারও ওপর অন্যায়-অবিচার করার কোনো সুযোগ নেই। প্রকৃত সৌহার্দ্য কেবল তখনই দৃঢ় হয়, যখন আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং মানবিক মূল্যবোধকে সবার উপরে স্থান দিই।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বড়খলা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল এবং তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন।
তারা বলেন, সম্প্রীতি রক্ষা করা শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি আমাদের সামাজিক অস্তিত্বের শেকড়। সমাজে সৌহার্দ্যের বাতাবরণ টিকিয়ে রাখা গেলে যেকোনো অশান্তি ও বিভাজন সহজেই প্রতিরোধ করা সম্ভব।
বক্তারা আশা প্রকাশ করেন— তাহিরপুরসহ সারা দেশে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।