ঢাকায় আলেম-ওলামাদের সম্মেলনে বক্তব্য, শান্তিপূর্ণ সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের ওপর জোর
নামাজের ইমামরাই সমাজের নেতৃত্ব দেবেন: জামায়াত আমির

- আপডেট সময় : ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 58
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু মসজিদের নামাজ পরিচালনাই নয়, সমাজের নেতৃত্বও দিতে হবে ইমাম ও আলেমদের। “আমরা চাই, যে নামাজের ইমাম, তিনি যেন সমাজেরও ইমাম হন,”— শনিবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দেশব্যাপী আলেম-ওলামাদের সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যেমন ইমামের নেতৃত্বে মসজিদে শান্তি প্রতিষ্ঠিত হয়, তেমনি আল্লাহভীরু মানুষ নেতৃত্বে এলে সমাজেও শান্তি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ ধর্মীয় বিভাজন নয়, বরং কোরআন ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যাশা করে।
ডা. শফিকুর রহমান মনে করেন, সমাজে প্রয়োজন সৎ, নম্র, আল্লাহভীরু ও জবাবদিহিমূলক নেতৃত্ব। এসময় তিনি দেশের একাংশ শিক্ষিত শ্রেণিকে জাতির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন। তার মতে, সংকটকালীন সময়ে আলেমরাই জাতিকে সঠিক পথে পরিচালনা করবেন।
সাংবাদিকদের প্রতিও তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাই সত্য ও ন্যায় তুলে ধরা, জাতিকে জাগ্রত করা এবং অবিচারের বিরুদ্ধে কথা বলা তাদের নৈতিক দায়িত্ব।
সবশেষে জামায়াত আমির দেশবাসীর প্রতি আহ্বান জানান— আল্লাহর বিধান মেনে ঐক্যবদ্ধ থাকলে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।