ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নতুন কমিটি গঠন

- আপডেট সময় : ১২:৩৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 76
ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১৪ ই সেপ্টেম্বর ২০২৫ রোববার পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স সেন্টারে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এমদাদুর রহমান। পরবর্তীতে কার্যনির্বাহী পরিষদের সাথে পরামর্শ ক্রমে ২৮ সেপ্টেম্বর নতুন সভাপতি তার ওয়ার্কিং কমিটির নাম ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিষ্টার মাহবুবুর রহমান সুমন এবং ট্রেজারারের দায়িত্ব পান কুতুবুজ্জামান শামীম।
প্রায় ২০ বছরের পুরোনো সামাজিক প্রতিষ্ঠান ছাতক ইসলামিক সোসাইটি ইউকে দীর্ঘ ধরে সিলেটের বিভিন্ন এলাকায় এবং ব্রিটেনে নানাবিধ সামাজিক কাজ পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশে ৩ টি আধুনিক মাদ্রাসা যথাক্রমে
জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসা ছাতক, আলহিকমা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা বরাটুকা ও আল মুনির জামেয়া ইসলামিয়া জাউয়া
প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ
ভুমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও সামাজিক নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা।
নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বশীল হলেন, ফান্ডরাইজিং সেক্রেটারি শফিকুল ইসলাম শিশু, অর্গানাইজিং সেক্রেটারি দিলওয়ার হোসাইন, ইউথ সেক্রেটারি আতিকুর রহমান মাসুম, ইউকে প্রজেক্ট সেক্রেটারি আবু সাঈদ নীলু, বাংলাদেশ প্রজেক্ট সেক্রেটারি সাইফুর রহমান পারভেজ, এডুকেশন সেক্রেটারি মতিউর রহমান, অফিস সেক্রেটারি শফিজুর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহনুর আলী, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ আনু মিয়া, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি সারওয়ার হোসেন সুজন।
এছাড়া এক্সিকিউটিভ সদস্যরা হলেন, লোকমান আহমদ, ছালেহ আহমেদ, এনামুল হক শাহিন, সেলিম হোসাইন, আকলু মিয়া, মাসুক আহমেদ, আবুল কালাম, আমিনুর রহমান লিলু, মকবুল আহমদ, আবু এহিয়া, বদরুজ্জামান, ইকবাল হোসাইন এবং আসাদুল হক। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, মোহাম্মদ মনির উদ্দিন, মজর আলী, মানিক মিয়া, মুহিব আহমদ ও আবদুল্লাহ আল মাহমুদ।
এদিকে, ছাতক ইসলামিক সোসাইটির নব নির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার ও এক্সিকিউটিভ মেম্বারসহ সকলকে অভিনন্দন জানিয়েছেন ছাতক ইসলামিক সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন।