পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজের আড্ডাখানা হবে : পীর সাহেব চরমোনাই

- আপডেট সময় : ০৭:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 137
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে না। অন্যথায় দেশ চাঁদাবাজের আড্ডাখানা হবে।
তিনি সোমবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন একটি দল বলে তারা নাকি পিআর বুঝে না। পিআর যারা বুঝে না তাদেরকে রাজনীতি ছেড়ে দেওয়া উচিৎ। আসলে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে পারবে না, স্বৈরাচার, ফ্যাসিস্টের আচরণ করতে পারবেনা বলে পিআর নিয়ে আবুল তাবুল বকছে।
মুফতি রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৫৩ বছরে মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছে। তারা দেশকে বিশ্বদরবারে চোরের দেশ হিসেবে পরিচিতি দিয়েছে। দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন করেছে। মন্ত্রী এমপিরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। ৯০ ভাগ মুসলমানের দেশে জনগণ এবার ইসলামের শাসন দেখতে চায়।
তিনি বলেন ৫ আগস্টের পরে ইসলামী দলগুলো যখন সংখ্যালঘুসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণে কাজ করছিল তখন একটি দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাসস্ট্যান্ড দখলে ব্যস্ত হয়ে পড়েছিল। তারা নিজেরা নিজেদের প্রায় দুইশ লোক মেরে ফেলেছে। সোহাগকে পাথর আঘাতে আঘাতে মেরে ফেলেছে। তাই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। জনগণ এবার ইসলামের পক্ষে একটি বাক্স দেখতে চায়, ভোট দিতে চায়। এই লক্ষ্যে নেতাকর্মীদেরকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে।
জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক আন্দোলনের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুসাব্বির রুনু, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ- সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, এলডিপি নেতা এমদাদুল হক, এনসিপি সংগঠক ইমন দোজা, জুলাই যোদ্ধা জহুর আলীসহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনে মাওলানা ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে মুফতি আব্দুল হাই আল হাদী, সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে মুফতি শহীদুল ইসলাম পলাশী ও সুনামগঞ্জ-৫ আসনে মুফতি আলী আকবর সিদ্দিকীকে দলীয় প্রার্থী ঘোষণা করেন।