পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

- আপডেট সময় : ১২:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 115
সুনামগঞ্জে জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত, পিআর (প্রতিনিধিত্ব মূলক) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী যুব আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখা সহ সভাপতি হাফিজ মাসুম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুহিবুল হক আজাদ, জাতীয় উলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি ক্বারী মাহদী আল হাসান, জামালগঞ্জ উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি এহসান, এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি মারুফ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি চালু, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা সময়ের দাবি।
মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।