ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিজিডি উপকারভোগীদের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু মনোনয়ন চান বিএনপির ২ নেতা একক প্রার্থী অন্য দলের উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা সুনামগঞ্জ শিবিরের দারসুল কুরআন অনুষ্ঠিত সুনামগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপির পথসভা জনসভায় পরিণত বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন হাওরাঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন  করা হবে-   তোফায়েল আহমদ খান

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 89
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাংগুয়ার হাওরে বেড়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার বাসিন্দা ও চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে ‘সেঁজুতি ট্রাভেলস’ এর একটি দূরপাল্লার বাসে (নম্বর ১৫-৬০৮২) করে টাংগুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন।

পথিমধ্যে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা বাসের নিচে চাপা পড়ে মারা যান।

এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সময়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি খাদে পড়ে উল্টে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাংগুয়ার হাওরে বেড়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার বাসিন্দা ও চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে ‘সেঁজুতি ট্রাভেলস’ এর একটি দূরপাল্লার বাসে (নম্বর ১৫-৬০৮২) করে টাংগুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন।

পথিমধ্যে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা বাসের নিচে চাপা পড়ে মারা যান।

এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সময়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি খাদে পড়ে উল্টে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।