দুর্নীতি রুখতে পারলে পাঁচ বছরেই সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব – তোফায়েল আহমদ খান
- আপডেট সময় : ০৬:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 171
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা আমীর, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান বলেছেন, যদি আমরা দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারি, তবে আগামী পাঁচ বছরের মধ্যেই সুনামগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।
বুধবার (৫ নভেম্বর) তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টাকাটুকিয়া গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমদ খান আরো বলেন, বিগত ৫৪ বছরে সুনামগঞ্জ-১ আসনের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের উন্নয়নের নামে নিজেদের স্বার্থই দেখেছেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই হাওরাঞ্চলের মানুষ বঞ্চিত থেকেছে।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, জামায়াত ক্ষমতায় এলে হাওরাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
উঠান বৈঠকে তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ নজির, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, দেলোয়ার হোসেন এবং যুব বিভাগের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।













