তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ভিডিপি সদস্যরা
- আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 97

পাহাড়ি ঝর্ণার পানিতে তলিয়ে যাওয়া ধান পুনরায় ঘরে তুলতে না পারার দুশ্চিন্তায় ছিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের কৃষক মোশারফ হোসেন (৫০)। হঠাৎ পাহাড়ি ঝরনার পানির কারণে তার প্রায় ৬০ শতাংশ জমির অগ্রহায়ণের ধান তলিয়ে যায়।
কৃষকের এ বিপদে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ভিডিপির মানবিক উদ্যোগে ধান কাটা শুরু হয়। ৫নং বাদাঘাট ইউনিয়নের ভিডিপি দলনেতা শাহা আলীর স্বতঃস্ফূর্ত নেতৃত্বে সহঃ প্লাটুন কমান্ডার হযরত আলীর তত্ত্বাবধানে তার দলীয় সদস্যরা মাঠে নেমে ঝর্নার পানিতে ক্ষতিগ্রস্ত ধান কেটে দেন।
কৃষক মোশারফ হোসেনের মুখে ফেরে স্বস্তির হাসি। তিনি বলেন, এ সময়ে ধান না কাটলে সব শেষ হয়ে যেত। ভিডিপির মানুষগুলো এগিয়ে এসে আমাকে বাঁচিয়েছে।
স্থানীয়রা জানান, এ অঞ্চলে প্রতি বিভিন্ন সময় পাহাড়ি ঝর্ণার পানি নেমে এসে কৃষিকাজে ক্ষতি করে। তবে ভিডিপির সদস্যরা শুধু ধান কেটে দেওয়ায় সীমাবদ্ধ থাকেনি; এর আগেও তারা রাস্তাঘাট সংস্কার, জনসাধারণের সহায়তা এবং অন্যান্য মানবিক কাজের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে।
মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ গ্রামীণ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের জীবনে নতুন আশা ফিরিয়ে আনছে।











