ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।
- আপডেট সময় : ১০:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 74
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগিকে মেয়াদ উত্তীর্ন স্যালাইন পুশিং করার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে রোগিকে দ্রুত রেফার্ড করা হয় সিলেটে। বর্তমানে সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবদুল হান্নানের ছেলে, ছাতক বাজার আল হারামাইন থান এন্ড টেইলার্সের পরিচালক ত্বোহা মিয়া (২৬) পেট ব্যথা নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বেলা ১ টার দিকে পপি নামের একজন নার্সের মাধ্যমে রোগিকে স্যালাইন পুশিং করা হয়। এসময় তার পেটের ব্যথা দ্বিগুণ বেড়ে গিয়ে তার শারিরিক পরিস্থিতি অবনতি ঘটে। সাথে থাকা আল আমিন তাশরিফ নামের রোগির স্বজন দেখেন পুশিং করা স্যালাইনটি মেয়াদ উত্তীর্ণ। পাঁচ মাস আগে এটির মেয়াদ চলে গেছে। স্যালাইনটি গায়ে লিখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয়। স্যালাইনটি ২০২২ সালের জুন মাসে উৎপাদন হয়েছে এবং মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৫ মে।
এ নিয়ে রোগির স্বজন আল আমিন তাশরিফ তার নামীয় ফেইসবুক আইডিতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর অপচিকিৎসার বেহাল দশার বিষয়টি তাৎক্ষনিত একটি লাইভ প্রচার করেন। মুহুর্তের মধ্যে এটি চারদিকে ছড়িয়ে পড়ে। এনিয়ে আজ বুধবার সকাল ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অপচিকিৎসায় শিকার রোগির স্বজনদের মিমাংসার বৈঠক বসার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত আরেফিন বলেন, এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।













